২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক, ১৪৩২
ধারাবাহিক প্রতিবেদন - পর্বঃ ০১
খুলনা ক্রাইম প্রতিনিধিঃ খুলনা খানজাহান আলী রোডের জান্নাত এন্টারপ্রাইজের বর্তমান মালিক শেখ জুবায়ের, খুলনা শেখ পরিবারের সঙ্গে সম্পর্কের রেখে রাতারাতি তৈরী করেছেন অবৈধ সম্পদের পাহাড়। অথচ শেখ পরিবারের সঙ্গে সম্পর্কের আগে যার একটি ব্যাংক অ্যাকাউন্ট ও ছিলো না কিন্তু এখন তার নিজের নাম ও প্রতিষ্ঠানের নামে রয়েছে কয়েকটি সরকারি ও বেসরকারি ব্যাংক গুলোতে প্রায় দশ (১০) টিরও বেশি অ্যাকাউন্ট। পাচ (৫) আগষ্টের পরে জামাত ও বিএনপি এর কয়েকজন নেতাদের টাকা দিয়ে পূর্বের ন্যায় আবারও বিএনপির ডোনার হয়ে নিজেকে বিএনপি নেতা দাবী করছে। অথচ এই জুবায়ের গত ১৬ বছর আগে সংসার চালাতে না পেরে তারই আপন বড় ভাই জান্নাত এন্টারপ্রাইজ এর সাবেক মালিক শেখ মোঃ মাছুম এর নিকট কর্ম সংস্থানের দাবি করে, তখন বড় ভাই তার নিজ মেয়ের নামে তৈরী জান্নাত এন্টারপ্রাইজ এর ম্যানেজার হিসেবে নিয়োগ প্রদান করে। এরপর শেখ সোহেল এর বাড়ির কাজের জন্য, শেখ সোহেল এর আস্থাভাজন ব্যাক্তি বসুপাড়া নিবাসী শওকত হোসেন জান্নাত এন্টারপ্রাইজে টাইলস ক্রয় করতে যায়। আর সেখান থেকেই প্রথমে শওকত আলীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, এরপর ধীরে ধীরে শেখ সোহেলের বাড়িতে আসাযাওয়া শুরু করে, আর তখন থেকে টেন্ডারবাজী, চাদাবাজী ও বিভিন্ন বড় বড় ব্যাবসায়ীদের নিকট ভয়ভীতি প্রদর্শন করে তাদেরকে হুমকি দেয় যে, টাকা না দিলে বিভিন্ন মামলায় ফাসিয়ে দেওয়া হবে, এভাবেই রাতারাতি কোটি টাকার পাহাড় গড়ে তোলে। এমনকি নিজের আপন বড় ভাইকে শেখ পরিবারের ভয় দেখিয়ে জান্নাত এন্টারপ্রাইজ এর মালিকানা হাতিয়ে নিয়েছেন এই নর পিসাচ শেখ জুবায়ের। তার সম্পর্কে বিভিন্ন খবর সংগ্রহ করতে কেচো খুরতে কেউটে বেড়িয়ে এসেছে, আরও চাঞ্চল্যকর কিছু ডকুমেন্টস সহ নানাবিধ তথ্য। এখন শেখ জুবায়ের বিভিন্ন বড় বড় টাইলস কোম্পানির মালিকদের ইনভাইটেশনে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফর করছেন এবং সেই সকল স্থানে গিয়ে বিভিন্ন স্টাইলিশ ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে সেই সকল ছবি পোস্ট করে আর নিচে ক্যাপশনে উল্লেখ করে কখনো ব্যাংকক, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিংগাপুর সহ ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশে ঘুরছেন, আর সফর সঙ্গী হিসেবে থাকছে নিজের স্ত্রী। বাংলা ছায়াছবির মতো রাতারাতি কুলি থেকে কোটিপতি বনে যাওয়া শেখ জুবায়ের সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য প্রমাণ সহ - আসছে আমাদের ২য় সংবাদ।
ততক্ষণ আমাদের সাথে থাকুন, সতর্ক থাকুন, সমাজে এরকম জুবায়ের আরও আছে, এদের তথ্য প্রমাণ সহ পাঠকগন সংবাদ পাঠালে, অবশ্যই যাছাই বাছাই করে - আমরা প্রকাশ করে করবো।
পরবর্তী পর্বে থাকছে: শেখ জুবায়েরের কু - কর্মের আরও নানাবিধ সংবাদ।