২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক, ১৪৩২
বিশেষ প্রতিনিধি:
ভারত থেকে পাঠানো এক কোটি টাকা সহ এক ভারতীয় নাগরিক এ্যাড: এনামুল হুসাইন নামের এক ব্যাক্তি কে হালাল মানি অনলাইন ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম ও মানি ট্রান্সফার এজেন্সির একটি সাদা রংয়ের মাইক্রোবাসে বেনাপোল সীমান্ত হতে শরীয়তপুরের উদ্দেশ্যে যাওয়ার পথে যশোর মনিহার চৌরাস্তা মোড় হতে নড়াইল কালিয়া রোডের দুই (২) কিলোমিটার দূরত্বে বাংলাদেশ যৌথ বাহিনীর একটি চৌকস টিম রেগুলার রুটিন চেকের জন্য গাড়িটিকে সিগনাল দিয়ে তল্লাশি চালিয়ে এক কোটি টাকা মাত্র, দেখে যৌথ বাহিনী জানতে চাই টাকা কোথা থেকে এসেছে এবং কোথায় যাচ্ছে তার উপযুক্ত প্রমাণ ও কাগজ পত্র আছে কি-না, তখন শুধুমাত্র টাকা পাঠানোর ডকুমেন্টস দেখাতে পারে কিন্তু কি কারণে এই টাকা বাংলাদেশে এসেছে এবং কার নিকট যাচ্ছে সেই ধরনের কোন চুক্তিপত্র আছে নাকি জানতে চাইলে, কোন সন্তোষজনক উত্তর এবং দলিলপত্র দিতে না পারায় যৌথ বাহিনী প্রাথমিকভাবে টাকা জব্দ করে ও উক্ত ভারতীয় নাগরিক কে তাদের হেফাজতে নিয়েছে বলে জানা যায়। যৌথ বাহিনীর দ্বায়িত্ব প্রাপ্ত অফিসারের নিকট এই বিষয় জানতে চাইলে, তিনি একাত্তর নিউজ কে জানান যে, আমরা এই টাকার উৎস কি এবং কি কারণে এই টাকা এসেছে এখনো বিষয় টি নিশ্চিত নই, শুধুমাত্র টাকা এবং ঐ ভারতীয় নাগরিক কে আমরা সাধারণ গ্রেফতার করেছি। এই বিষয় টি তদন্তের পরে বিস্তারিত জানাতে পারবেন এমনটাই প্রত্যাশা। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনো কোন মামলা হয়নি।