২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক, ১৪৩২
নিজস্ব প্রতিনিধি: খুলনায় পুলিশের তালিকাভুক্ত শীর্ষ স'ন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেফতার করেছে খুলনা মহানগরীর শামসুর রহমান রোডে অভিযান পরিচালনা করে। যৌথ বাহিনীর অভিযান বৃহস্পতিবার ভোর রাত ৪:০০ টা থেকে শুরু হয়ে সকাল ৮:০০ পর্যন্ত চলে, এই অভিযানের সময়ে গ্রেনেড বাবু ও তার সহযোগী সোহাগের ঘর থেকে যৌথ বাহিনী নগদ টাকা, অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করে। এ ঘটনায় গ্রে'নেড বাবুর পিতা, ভাই এবং ম্যানেজারের মাকে আ'টক করে তারা। খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন হোসেন মাসুম একাত্তর নিউজ ও অনলাইন টিভি moon tv 4k কে জানান, ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পি'স্তল, ৪ রাউন্ড পি'স্তলের গু'লি, একটি ম্যাগাজিন, একটি চা'পাতি উদ্ধার করা হয়েছে। এ সময় মা'দক বিক্রির ৩৮ লাখ টাকা এবং পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়। এই সময় (১) গ্রেনেড বাবু সহ মোট ৫ জন কে গ্রেফতার করা হয়। (২) রাব্বি চৌধুরী (আনুঃ ২১), (৩) সুমন (আনুঃ ২৭), (৪) জুনায়েদ চৌধুরী (আনুঃ৭০) ও (৫) মোঃ আরাফাতকে আ'টক করা হয়।