২২ অক্টোবর, ২০২৫, ৬ কার্তিক, ১৪৩২
বাগেরহাট জেলার রামপাল উপজেলায় ১ নং গৌরম্ভা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা, যার সাবেক নাম অনাধী কুন্ডু, ইসলাম ধর্ম গ্রহণ করে নাম পরিবর্তন করে নিজের নাম রেখেছেন আঃ রহমান। তিনি আজ থেকে কয়েকদিন আগে চরমোনাই পীর হুজুরের হাতে বায়াত নিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে। তিনি মুসলমান হওয়ার পর এটাই প্রথম রমজান, রোজা রাখার উদ্দেশ্যে, গৌরম্ভা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে খতম তারাবী নামাজ আদায় করলেন আগামীকাল থেকে রোজা রাখার নিয়তে। হে আল্লাহ এই নওমুসলিম কে কবুল ও মনজুর করে নিন, আমীন।